সুরমা টাইমস ডেস্কঃঃ বিয়ানীবাজার পৌর শহরে দুইটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা ফুড ও সেনেটারি ইন্সপেক্টর হারুন অর রশিদ।
ভ্রাম্যমাণ আদালত বিয়ানীবাজার পৌর শহরের মকবুল রেস্টুরেন্ট ও যামিনী রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের মাঝ বাজারে মকবুল হোটেলে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া নিজস্ব নাম ব্যবহার করে দই বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া যামিনী রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এখন থেকে নিয়োমিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rjWQfS
May 30, 2017 at 10:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন