লন্ডন, ৩০ মেঃ সদ্যপ্রকাশিত আইসিসি-র একদিনের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে বিরাট কোহলি ছাড়া ঠাঁই পেলেন না আর কোনো ভারতীয়।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮৫২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৮৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ভারতের অন্য ব্যাটসম্যানেরা প্রথম দশে জায়গা না পেলেও ১২, ১৩ এবং ১৫ তম স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি এবং শিখর ধাওয়ান।
বোলারদের র্যাঙ্কিংয়ে অবস্থাটা খুর একটা ভালো নয় ভারতের। ১১, ১৩, ১৮তম স্থানে রয়েছেন যথাক্রমে অক্ষর পটেল, অমিত মিশ্র এবং রবিচন্দ্রন অশ্বিন। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা।
অল রাউন্ডার খেলোয়াড়দের তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়া, সেরা ১০ অলরাউন্ডারদের মধ্যে ৬ জনই রয়েছেন ইংল্যান্ডের। চলতি মরশুমের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ থাকছে ক্রিকেটারদের নিজের র্যাঙ্কিং উন্নতি করার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qwiQVq
May 30, 2017 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন