নয়া দিল্লী, ১৫ মে- ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চলতি বছরের জানুয়ারিতে আকস্মিক ভাবেই ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের নেতৃত্বভার ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। যথারীতি ভারতের সর্বকালের অন্যতম সফল এই অধিনায়কের এমন বিদায়ে খুশি হতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। বেশিরভাগের মত ছিল, ধোনিকে চাপ প্রয়োগ করে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কেউ মুখ খুলছিলেন না। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। ধোনির অবসরকে কেন্দ্র করে এত দিনে মুখ খুললেন ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ। ভারতের একটি ইংরেজি দৈনিকের ভাষ্যমতে, ধোনিকে চাপ প্রয়োগ করে অধিনায়কত্ব থেকে সরানোর খবরটির কোনো সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন কোহলিদের প্রধান নির্বাচক। তিনি বলেছেন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ধোনির উপর কোনো চাপই ছিল না। এটা সম্পূর্ণই তার নিজের সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে, তখন গুজরাট আর নাগপুরের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা চলছিল। সেই সময়েই ও আমায় ওর সিদ্ধান্তের কথা জানায়। তাই ও যখন অফিশিয়ালি এই সিদ্ধান্তের কথা সকলের সামনে আনে, আমি বিন্দুমাত্র অবাক হইনি। সাক্ষাতারটিতে ধোনির বেশ প্রশংসা করেছেন প্রসাদ। ভারতীয় ক্রিকেটকে ধোনির আরও অনেক কিছু দেওয়ার আছে বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ধোনি একজন অসাধরণ ক্রিকেটার এবং অত্যন্ত সৎ মানুষ। দেশের প্রতি ওর অবদানের জন্য ওকে ধন্যবাদ জানাই। তবে মনে রাখতে হবে, এখানেই ওর কাজ শেষ হয়নি। কোহলিকে গাইড করার কাজটাও ওকেই করতে হবে। আর/১২:১৪/১৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pzjUrb
May 15, 2017 at 07:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন