নয়া দিল্লী, ১৫ মে- টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লিকে ১৬২ রানের টার্গেট দেয় কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই রান তাড়া করতে গিয়ে ১৫১ রানেই অলআউট হয়ে যায় দিল্লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু এবারের মৌসুমে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি তারা। পয়েন্ট তালিকার তলানিতে থেকেই দলটিকে শেষ করতে হচ্ছে আইপিএলের দশম আসর। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসকেও বিদায় নিতে হচ্ছে লিগ পর্ব থেকেই। রোববার দুদলের লড়াইটি তাই পরিণত হয়েছে নিয়ম রক্ষার ম্যাচে। ফিরোজ শাহ কোটলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে দিল্লিকে ১৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেছেন কোহলি। ৪৫ বলের ইনিংসে ৩টি চারের সঙ্গে সমান সংখ্যক ৩টি ছয় মেরেছেন তিনি। ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান দানব গেইল। আর/০৭:১৪/১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rfQLOe
May 15, 2017 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top