সিলেটের দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় দিকে ভার্থখলা এলাকার মারকাজ পয়েন্ট থেকে এক হাজার পাঁচশত পঁচাশি পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্তে র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টের কাজী অফিসের সামনে থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে আনুমানিক মূল্য ছয় লক্ষ চৌত্রিশ হাজার টাকা মূল্যমানের ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন, দক্ষিণ সুরমার ভার্থখলার চান্দের কলোনির বাসিন্দা সুন্দর আলীর ছেলে রুমন মিয়া (২০) ও দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মোজাহেদ আলী (সারন মিয়া) পুত্র শাহিনুজ্জামান শাহিন (৪৭)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল। এই চক্রটিকে গ্রেপ্তারের লক্ষে র্যাব-৯ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে দুই জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rM35d7
May 29, 2017 at 12:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন