নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয়বারের মত দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুর হক সাক্কু। বুধবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সাক্কুকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন। এতদিন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে দ্বিতীয়বারের মত মেয়রের চেয়ারে বসে কুমিল্লা সিটির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন সাক্কু।
এর আগে গত ১১ মে প্রধানমন্ত্রীর কাছে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেন বিএনপি নেতা মনিরুর হক সাক্কু।
গত ৩০ মার্চের ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু। প্রায় আড়াই মাস পর বুধবার সকালে তিনি মেয়রের দায়িত্ব বুঝে পান।
সাক্কু প্রথম মেয়র হন ২০১২ সালে। আওয়ামী লীগ নেতা আফজল খানকে হারিয়েই সে সময় তিনি জনপ্রতিনিধি হন। এরপর পাঁচ বছরে তিনি কুমিল্লায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করেন। তবে বেশ কিছু প্রকল্প মেয়াদকালে শেষ করতে পারেননি তিনি।
The post মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন সাক্কু appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2pSg4pu
May 17, 2017 at 09:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন