মিরিকের দখল নিল তৃণমূল, দার্জিলিং যাচ্ছে মোর্চার হাতেই

নিউজব্যুরো, ১৮ মেঃ প্রায় তিন দশক পর পাহাড়ে কোনো পুরসভায় ক্ষমতায় এল রাজ্যের শাসকদল। ৯টি ওয়ার্ডের মিরিক পুরসভায় সাতটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বাকি দুটি ওয়ার্ড ছেড়েছিল জোটসঙ্গী জিএনএলএফ-কে। তৃণমূল প্রার্থীরা ছটি ওয়ার্ডেই জিতেছেন। জোটসঙ্গী জিএনএলএফ অবশ্য একটি আসনও পায়নি।

তৃণমূল প্রার্থীরা ২,৩,৫,৬,৭,৮ নম্বর ওয়ার্ডে। মোর্চার দখলে রয়েছে তিনটি ওয়ার্ড—১,৪,৯। তৃণমলের বিশাল জয়ের পর মিরিক পুরসভার চেয়ারপার্সন মালা সুব্বা বলেছেন, এখনও ফল ঘোষণা হয়নি। তবে এই ফল প্রত্যাশিত ছিল না।

অন্যদিকে দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৭টির ফল ঘোষণা হয়েছে। সবকটিতেই জিতেছেন মোর্চা প্রার্থীরা। কালিম্পংয়ে চারটি ওয়ার্ডে মোর্চা, একটি ওয়ার্ডে জাপ প্রার্থীরা জিতেছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। তবে, সরকারিভাবে কালিম্পংয়ে কোনো ফল জানা যায়নি সকাল সওয়া নটা পর্যন্ত।

সমতলে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ উঠলেও প্রত্যাশিতভাবেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। পূজালি পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। রায়গঞ্জ ও ডোমকলও তারা দখলের পথে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qu8KRW

May 17, 2017 at 09:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top