ইসলামাবাদ, ২৮ মে- একটু দেরিতে হলেও খবরটা এলো। পাকিস্তানের সংবাদ মাধ্যমেও অবশ্য খবরটা ঘুরতে শুরু করেছে দিন দুয়েক হলো। সেখান থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ছড়িয়েছে সংবাদ। কি খবর? ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩০০ রানের ইনিংস খেলেছেন বিলাল ইরশাদ। ২৬ বছরের এই ব্যাটসম্যান ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন সম্প্রতি ফজল মাহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে। ১৭৫ বলে ৩২০ রানের ইনিংস বিলাল খেলেছেন সিন্ধের শহীদ আলম বক্স ক্রিকেট ক্লাবের হয়ে। প্রতিপক্ষ ছিল আল রেহমান ক্রিকেট ক্লাব। ওই ইনিংসে ৪২টি চারের মার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যান। এই টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডই। প্রতিভা খুঁজে বের করার আসর এটি। তারা প্রথমে টুইট করে ইতিহাস গড়া খবরটা জানালেও অনেকের চোখ এড়িয়ে যায়। পরে একটু একটু করে ছড়ায় খবরটা। ৯৮টি জেলাকে নিয়ে ওই ফজল মাহমুদ টুর্নামেন্ট বসে নিয়মিত। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের আলি ব্রাউনের ২৬৮ রানের ইনিংসটি সর্বোচ্চ হিসেবে টিকে আছে। সারের পক্ষে গ্ল্যামারগনের বিপক্ষে যেটি ব্রাউন খেলেছিলেন ২০০২ এর জুনে, গ্লস্টার ট্রফি টুর্নামেন্টে। ওয়ানডে আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি ভারতের রোহিত শর্মার। ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে রোহিত শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলে ২৬৪ রানের অতিমানবীয় ইনিংস। লিস্ট এ ম্যাচে এখন পর্যন্ত ইতিহাসে মাত্র ২১ জন খেলোয়াড় ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পেরেছেন। ১৯৭৫ সালে সাউথ আফ্রিকা একাদশের হয়ে নাতালের বিপক্ষে জিলেট কাপে অ্যালান বারো খেলেছিলেন ২০২ রানের ইনিংস। ওয়ানডেতে ওটাই প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস। শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। অবিশ্বাস্য স্কোরের গল্প : বিলাল তো ৩২০ রানের ইনিংস খেলে ওয়ানডে ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের মর্যাদা পেয়ে গেলেন। কিন্তু এমন অবিশ্বাস্য স্কোর ক্রিকেট মাঝেসাঝেই দেখে। এই তো ২০১৭ এর ফেব্রুয়ারিতে ভারতের দিল্লির মোহিত আহলাওয়াত ৭২ বলে ৩০২ রানের ইনিংস খেলেছিলেন। ৩৯টি ছক্কা ও ১৪টি চার মেরেছিলেন দিল্লির স্থানীয় ফ্রেন্ডস প্রিমিয়ার লিগে। টি-টুয়েন্টি ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তাই মোহিত। তিনি পরে আইপিএল নিলামে দিল্লি ডেয়ারডেভিলসে নাম লেখান। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৬ এর জানুয়ারিতে মুম্বাইয়ের প্রনব ধানাওয়াড়ে ইন্টার স্কুল টুর্নামেন্টে ১,০০৯ রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ১৫ বছরের ছেলেটি ১২৯টি চার ও ৫৯টি ছক্কা মেরেছিলেন। আর/১৭:১৪/২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qpaO0Q
May 29, 2017 at 01:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন