রায়গঞ্জ, ১৩ মেঃ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি। সোসাইটি ফর রিসার্চ ডেভেলপমেন্ট নামে একটি সংস্থার তরফে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি আ্যাডমিনিস্ট্রেশন আ্যান্ড আ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন অনিলবাবু। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে তাঁর হাতে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পেয়ে অনিল ভুঁইমালি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রভূত উন্নয়ন হয়েছে। খুব কম সময়ের মধ্যে সারা পৃথিবীতে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে গেছে। আমেরিকা, কানাডা, লন্ডন, রাশিয়া, ইরান সহ একাধিক দেশের নামি নামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়িয়ে চলেছেন। তিনি আরও বলেন, আ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগছে। অনেক কাজ বাকি আছে। এই বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়াই আমার মূল উদ্দেশ্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qbX5sN
May 13, 2017 at 10:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন