শ্রীনগর, ১৩ মেঃ কাশ্মীর কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা ইসলামের উত্থানের লড়াই। এভাবেই কাশ্মীর ইশ্যুতে জনমত গড়ে তুলতে হবে। এবার খোদ হুরিয়ত নেতাদেরই ফতোয়া দিয়েছে কট্টর জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। হিজবুল নেতা বুরহান ওয়ানি সেনা অভিযানে মারা যাওয়ার পর সংগঠনের দায়িত্ব নিয়েছে জাকির ভাট। গত শুক্রবার এক অডিও মেসেজে জাকির হুরিয়ত নেতাদের কড়া শাসানির সুরে বলেছে, কাশ্মীরকে রাজনৈতিক সমস্যা বলে তুলে ধরা চলবে না। এটাকে ইসলামের উত্থান বলে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। আর তা না করলে কাফেরদের আগে আপনাদেরই ফাঁসিতে লটকে দেব। লালচকে প্রকাশ্যে আপনাদের গলা কাটা হবে। জাকির হুরিয়ত নেতাদের বিরুদ্ধে মসজিদ ও অন্যান্য ধর্মীয় জায়গাগুলিকে ব্যবহার করার হুমকিও দিয়েছে।
প্রসঙ্গত হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানি, মিরওয়াজ উমর ফারুক বা ইয়াসিন মালিকরা দীর্ঘদিন ধরেই বলছেন, কাশ্মীর কার সঙ্গে যাবে তা ঠিক করার অধিকার কাশ্মীরের মানুষকেই দেওয়া হোক। সেই পথেই কাশ্মীর সমস্যার সমাধান হওয়া সম্ভব। শ্রীনগরের জামা মসজিদের মিরওয়াজ উমর ফারুক আবার ১৯৪৭ সালে রাষ্ট্রসংঘের প্রস্তাবনা কার্যকর করতে চান কাশ্মীরে।
জাকির এই হুরিয়ত নেতাদের শাসিয়ে বলেছ, আপনারা আমাদের কাছে বড়ো সমস্যা হয়ে দাঁড়াচ্ছেন। নোংরা রাজনীতি করতে হলে বাড়িতে বসে করুন। কাশ্মীরে শরিয়তি শাসন কায়েম করতে হলে সেটা আমাদেরই করতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pHVgA9
May 13, 2017 at 10:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন