ফারাক্কা, ৩১ মেঃ পশ্চিমবঙ্গের গঙ্গানদী পর্যবেক্ষণের শেষ পর্যায়ে ফারাক্কা অভিযানের শেষ অংশ পরিদর্শন করতে বুধবার সকাল ১০ টা নাগাদ ফারাক্কা হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী উমা ভারতী। এদিন তিনি বলেন, গঙ্গায় পলির সমস্যা বাড়ছে। ফারাক্কা থেকে বিহার পর্যন্ত সর্বত্রই বাড়ছে এই সমস্যা। ইতিমধ্যেই গঙ্গা থেকে পলি সরানোর বিষয়ে একটি প্রোজেক্ট তৈরি হয়ে গিয়েছে। তিনি জানান, গঙ্গা ভাঙন রুখতে রাজ্য সরকার যে প্রস্তাব দেবে, সেটাই মঞ্জুর করবেন তিনি।
তিনি আরও বলেন, ফারাক্কায় টুরুজম স্পট তৈরি করতে হবে। এই জায়গায় খুব ভালো টুরিস্ট স্পট গড়ে উঠতে পারে। ফারাক্কায় বেশ বড়ো ধরনের পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে। তিনি বলেন, এই পর্যটনকেন্দ্র রোজগারের সুযোগ তৈরি করবে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া হলদিয়া থেকে বেনারস পর্যন্ত গঙ্গার ড্রেজিং শুরু হয়েছে। যার ফলে নদীর পলি অনেকটাই কমে যাবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rosMQf
May 31, 2017 at 09:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন