ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত ২

সুরমা টাইমস ডেস্ক::

টিলাগড়ে পয়েন্টে ঢাকা ষ্টোরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় দোকানের ২জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে টিলাগড় পয়েন্টে বুধবার বিকেল প্রায় সাড়ে ৪ ঘটিকার সময়। আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঢাকা ষ্টোরের মালিক কালাম জানান, বুধবার বিকেলে টিটু চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সাহাব উদ্দিন, শাহিনসহ ১০/১২জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়।
এসময় তারা ঢাকা ষ্টোরের কর্মচারী শাকু গাজীর ছেলে রানা মিয়া ও আবু সাঈদের ছেলে রিয়াদকে মারধর করে। হামলাকারিদের হাত থেকে বাচতে রানা মিয়া দোকানের ভিতর দৌড়ে পালালে হামলাকারিরা তাকে ধরে এনে পিটাতে থাকে।
এক পর্যায়ে স্হানীদের সহযোগীতায় তাদেরকে হামলাকারিদের হাত থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। কালাম জানান, গতকাল টিটু চৌধুরী, সঞ্জয় চৌধুরীর সাথে তার দোকানের কর্মচারীদের জিনিষের মুল্য নিয়ে কথা কাটাকাটি হয়।
এরপর এরা কর্মচারীদের দেখে নিবে বলে চলে যায়। আজ এসে হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রানা সিলেট ওসমানী হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। তার অবস্হা আশংকাজনক বলে জানান কালাম।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qAe8GB

May 31, 2017 at 09:03PM
31 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top