ট্রাম্পের টুইট নিয়ে তোলপাড়

aআমেরিকা ::যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট আসক্তি সবারই জানা। এ যাত্রায় এবার আরো খানিকটা এগিয়ে গেলেন তিনি। গভীর রাতে এক টুইট করে রীতিমতো ঝড় তুলেছেন ভার্চুয়াল দুনিয়ায়।

টুইটার পোস্টে টাইপের ভুলের কারণে উপহাসের পাত্র হয়েছেন ট্রাম্প। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

মঙ্গলবার গভীর রাতে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছেন, ‘ডেসপাইট দা কনস্ট্যান্ট নেগেটিভ প্রেস কভফেফে (covfefe)’।’ এই ‘কভফেফে’ শব্দ নিয়েই বেঁধেছে গোল। তিনি coverage লিখতে গিয়ে ভুল করে covfefe লিখেছেন বলে ধারণা করা হচ্ছে।

আবার অনেকেই ধারণা করছেন, ট্রাম্প বক্তব্য শেষ না করেই ঘুমিয়ে পড়েছিলেন। এ ধরনের ভুল ট্রাম্পের কোনো সহযোগী কেন ঠিক করে দিলেন না—এ ব্যাপারেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

গুগল ট্রান্সলেট covfefe শব্দটিকে সামাওন ভাষার শব্দ হিসেবে শনাক্ত করেছে। তবে এই শব্দের কোনো ইংরেজি অনুবাদ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ covfefe. us নামে ডোমেইন কেনার আগ্রহ প্রকাশ করেছে। এই শব্দটি অনলাইনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

উল্লেখ্য, টুইটটি প্রায় দুঘণ্টা ট্রাম্পের ওয়ালেই ছিল। আর এতেই ৬১ হাজার বার রিটুইট হয়েছে। টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qGcNJv

May 31, 2017 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top