পাহাড়ের পথে রোজ ছুটবে টয়ট্রেন

শিলিগুড়ি, ২৬ মেঃ পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে সপ্তাহের প্রত্যেক দিনই ছুটবে টয়ট্রেন। আগে সপ্তাহে তিনদিন চললেও ২৮ তারিখ থেকে নিউ জলপাইগুড়ি-দার্জিলিং রুটে সপ্তাহে সাত দিনই চলবে টয়ট্রেন। শুক্রবার এমনটাই জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর এরিয়া অফিসার নরেন্দ্র মোহন। ভরা পর্যটন মরশুমে এই খবরে উচ্ছসিত উত্তরের পর্যটন মহল।

বেশ কয়েকবছর আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পরিসেবা নিয়মিত ছিল। কিন্তু, মাঝে সেই পরিসেবা বন্ধ হয়ে যায়। দার্জিলিং, কার্শিয়াং এবং ঘুমের মধ্যে পরিসেবা নিয়মিত থাকলেও নিউ জলপাইগুড়ি-দার্জিলিং পরিসেবা সপ্তাহে তিনদিন করে দেওয়া হয়েছিল। তবে এই নিয়ে পর্যটকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে ইউনেসকো থেকেও রেলকে জানানো হয়। এরপরই তিন দিনের বদলে সাত দিনই রেল পরিসেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় ডিএইচআর।

এপ্রসঙ্গে ডিএইচআর-এর এরিয়া অফিসার নরেন্দ্র মোহন বলেন, ‘পর্যটকদের চাহিদা মেটাতে এখন থেকে প্রতিদিনই টয়ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qrAqoZ

May 26, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top