নয়া দিল্লী, ০৬ মে- ২৫ এপ্রিল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনার শেষ দিন। অংশগ্রহনকারী আট দেশের মধ্যে সাত দেশই দল ঘোষনা করলেও করেনি ভারত। তবে অনেক নাটকীয়তা এবং জল্পনা-কল্পনা শেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না এমনটাই জানিয়েছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার তিন সপ্তাহ আগে আগামী সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে বলে জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে কি না সেটি নিয়ে আলোচনা করবে রোববার স্পেশাল জেনারেল মিটিংয়ে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তার একদিন পরই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল ঘোষণায় অংশ নেবেন বলে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা জানান। পরিচালনা কাঠামো এবং রাজস্ব বণ্টন প্রক্রিয়ায় পরিবর্তন আনার পর থেকেই আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দ্বন্দ্ব চলে আসছে। ভারত তার প্রাপ্য না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিল। অন্যদিকে আইসিসি থেকে জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নিলে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতকে অংশ নিতে দেয়া হবে না। এরপরই পিছু হটেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলে প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার পক্ষে কথা বলেন। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের মতো সাবেক কিংবদন্তি তারকারাও কুম্বলের পক্ষেই মত দেন। ১ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে। গত আসরের চ্যাম্পিয়ন ভারত নিজেদের প্রথম ম্যাচে ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। বি গ্রুপে ভারতের অপর দুই প্রতিপক্ষ হলো- দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। মূল টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর/১৭:১৪/০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pgxx9L
May 07, 2017 at 12:23AM
06 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top