ঢাকা, ০৬ মে- মাহিয়া মাহী একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১২-এ অভিষেক হয় ভালবাসার রং ছবির মাধ্যমে। বর্তমানে মাহিয়া মাহী বাংলাদেশের একজন হাই প্রোফাইল অভিনেত্রী। এই কিছুদিন আগেও নায়িকাদের পারিশ্রমিক ৫ লাখের ঘরে আশেপাশে থাকত। অন্যদিকে নায়ককেন্দ্রিক ঢালিউডে শাকিব খান ৪০ আর অনন্ত ৬০ লাখ টাকা পর্যন্তও দাবি করেছেন। এবার চিত্রটা বদলেছে বেশ। শীর্ষ পারিশ্রমিক হাঁকানোদের দর এবং স্বর অনেকটাই নিচু। উল্টো বেড়েছে নায়িকাদের শ্রমদর-কদর। এতে জাজ মাল্টিমিডিয়া বিচ্ছেদ-হঠাৎ বিয়ে আর মামলা জটিলতা পেরিয়েও চিত্রনায়িকা মাহিয়া মাহি বসে আছেন প্রথম বেঞ্চে! নতুন খবর, এ মুহূর্তে তিনিই নায়িকাদের মধ্যে ছবি প্রতি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। যেটা অনেক আলোচিত নায়কের সমানে সমান কিংবা কাছাকাছি। আর তা একেবারে ১০-এর ঘরে। ছবি প্রতি মাহির দর এখন ১০ লাখ টাকা। তবে গল্প ও পরিচালক নায়িকার মন গলাতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট থাকেই। আর তা হলো- ১ কমিয়ে ৯ লাখে রাজি হয়ে যান মাহি। যেমনটা ঘটেছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি জান্নাত-এ। এখানে মাহি ৯ লাখ টাকায় রাজি হয়েছেন। তবে এটা আর বোধহয় থাকছে না। কারণ তার সর্বশেষ চুক্তিবদ্ধ হওয়া ছবিতে দেড় গুণ টাকা পেয়েছেন এ নায়িকা। ময়না ছবিতে তাকে দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা! মাহি বললেন, আমি সাধারণত ১০ লাখ টাকাই নিই। কিন্তু ময়না ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া আমাকে ১৫ লাখ টাকায় চুক্তি করে। এটা তারাই প্রস্তাব দেয়। ময়না ও জান্নাত ছাড়াও বর্তমানে মাহিয়া মাহি আরও চারটি ছবিতে স্বনামে কাজ করছেন। নামগুলো হলো গোলাপতলীর কাজল, দুরন্ত মেঘলা, প্রেমের বাঁধন ও তুমি আমার সুন্দরী। উল্লেখ্য, মাহিয়া মাহী সিনেমা অভিষেক করেন জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালবাসার রং ২০১২ তে, ২০১৩ সালে তিনি ৪ টি চলচ্চিত্রে অভিনয় করেন; অন্যরকম ভালবাসা, পোড়ামন, ভালবাসা আজ কাল, এবং তবুও ভালবাসা। ২০১৩ সালে মাহিয়া মাহীর পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়। তিনি ২০১৪ সালে অগ্নি এবং দেশা- দা লিডার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া কলকাতায় দুই বাংলার ঐক্য ছবি রোমিও Vs জুলিয়েট-এ অভিনয় করেছেন। আর/১৭:১৪/০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pR9Wi4
May 07, 2017 at 12:29AM
06 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top