স্টাফ রিপোর্টার::
এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুজন ছিনতাইকারীর ৫ এবং ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আরও ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (দ্রুত বিচার) বিচারক সাইফুজ্জামান হিরু এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খাদিমপাড়ার ৪ নম্বর ওয়ার্ডের শাহপরাণ গ্রামের আবদুল মতিনের ছেলে শামসুল ইসলাম (৩৫) এবং সদর উপজেলার তোপখানার সুরমা ভ্যালি ১০৫ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে সাকিব ওরফে হিরা (৩০)। আদালত শামসুল ইসলামকে ৫ বছর এবং সাকিবকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে খাদিমনগরের ছড়াগাং চা-বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসাদুজ্জামান গোয়াইনঘাটের গুলনি চা-বাগান থেকে মোটরসাইকেলযোগে আসছিলেন। এসময় ছড়াগাং চা-বাগানের সামনে আসলে দুই ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই মোটরসাইকেল, মোবাইল এবং নগদ ১২ শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মসরুর চৌধুরী, ড. ফৌজিয়া সুলতানাএবং শওকত আহমদ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2r8IjDb
May 31, 2017 at 02:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন