নিজস্ব প্রতিবেদক:
আগামী সিটি নির্বাচনের এখনো ২ বছর বাকী। এ বছর জুনে ৩ বছরে পা দিবে বর্তমান পরিষদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের শুভেচ্ছা বিনিময় সহ নানামুখি তৎপরতা। তবে মেয়র নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। আর আলোচনাটা বেশি হচ্ছে আওয়ামীলীগের প্রার্থী নিয়ে। শোনা যাচ্ছে পরিবর্তন হতে পারে আওয়ামীলীগের প্রার্থী। এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন হচ্ছে এমন গুঞ্জন প্রতিনিয়ত ডালপালা মেলছে।
আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে চট্টগ্রামের মতো সিলেটেও পরিবর্তন হবে মেয়র প্রার্থী। চট্টগ্রামে দীর্ঘদিনের মেয়র মহিউদ্দিন চৌধুরী কে বাদ দিয়ে তরুন আজম নাছিরের হাতে মেয়র ব্যাটন তুলে দিয়েছিলেন শেখ হাসিনা। ফলও পেয়েছিলেন হাতেনাতে। বিপুল ভোটে বিজয়ী হন তরুন আজম নাছির। দলীয় সূত্র থেকে জানা গেছে সিলেটেও একই পথ অনুসরণ করবেন তিনি। আর সে ক্ষেত্রে সিলেটেও একজন আজম নাছির খোঁজা হচ্ছে ।
যদি মেয়র প্রার্থী পরিবর্তন হয় তাহলে কোন নতুনের হাতে উঠবে মেয়র ব্যাটন তা নিয়ে সিলেট আওয়ামীলীগ ও সিলেটবাসীর মধ্যে চলছে আলোচনা গুঞ্জন।
দলীয় সূত্র থেকে জানা গেছে, সাবেক মেয়র কামরান’র বিকল্প হিসেবে বেশিরভাগ নেতাকর্মীর পছন্দ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ কে। তাকে ঘিরেই স্বপ্ন দেখছে সিলেট আওয়ামীলীগ। তার সৎ, সংগ্রামী ভাবমূর্তি সকলের পছন্দ। নম্্র-ভদ-স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত। পরিচ্ছন্ন রাজনিতীর তিলক তার কপাঁলে শোভা পাচ্ছে। পঙ্কিল রাজনিতীর কালো দাঁগ নেই তার মাঝে। দলের সাধারণ সম্পাদক হয়ে প্রভাব বিস্তার করেছেন এমন কথাও কেউ বলতে পারবে না। ছাত্ররাজনিতীর শেকর থেকে উঠে এসেছেন। সিলেটের রাজপথ অলিগলি সবকিছুই তা নখদর্পনে। সিলেট আওয়ামীলীগ সুত্র থেকে জানা গেছে, কেন্দ্রের সিগন্যাল নিয়ে ২৭ ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন তিনি।
তার হয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন সিলেট আওয়ামীলীগের একটি বিশাল অংশ। প্রতিদিনই পাড়া মহল্লায় চলছে উঠোন বৈঠক। তার অনুসারী নেতাদের কাছ থেকে জানা গেছে প্রতিটি উঠোন বৈঠকে উপচেয়ে পড়ছে নেতাকর্মী থেকে সাধারণ আমজনতা। পরিবর্তনের দাবী আর নতুনের কথা বলছেন সবাই। বিনয়ী আসাদ উদ্দিন সিলেটের ময় মুরব্বীদের মন জয় করে নিচ্ছেন তার আচার আচরণে।
হাসিমুখে চেনা অজানা মানুষের সাথে বুক মিলাচ্ছেন। তবে এতো দাবীর পরও তিনি মুখ ফুটে বলছেন না কাউকে। প্রতিটি উঠোন বৈঠকে দলকে গতিশিল আর চাঙ্গাঁ করতেই বক্তব্য রাখছেন। কোথাও নিজে বলেননি মেয়র নির্বাচন করবেন। নেতাকর্মীরাই জোড় দাবী জানাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলর বলেন, ‘সর্বত্র দাবী উঠছে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের। সিলেটের মেয়র পদে আওয়ামীলীগ কাকে মনোনয়ন দেবে সেটা কেন্দ্রের সিদ্বান্ত। তিনি শুধু কেন্দ্রের নির্দেশনা ও স্থানীয় আওয়ামীলীগের দাবী অনুযায়ী সিলেট মহানগরের প্রতিটি পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছেন। আসাদ ভাই যেখানেই যাচ্ছেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন । আর এ জন্যই আশা করছি এবার আওয়ামীলীগ তরুন আসাদ উদ্দিন কে মনোনয়ন দেবে।
এদিকে আসাদ উদ্দিন রব এখন চতুর্দিকে। আর এই খবরটি জানেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও। তিনিও বসে নেই বলে জানিয়েছেন তার অনুসারী এক নেতা। সেই পুড়োনো কায়দায় নগরীর ছোট বড় সব অনুষ্ঠানে উপস্থিতি এখন বাড়িয়ে দিয়েছেন তিনি।
আগামী সিটি নির্বাচনে আওয়ামীলীগের এই দুই প্রার্থীর মনোনয়ন লড়াই যে খুব জম্পেস হবে সেটাই দেখার বিষয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sbtuhL
May 31, 2017 at 03:03AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন