ভাঙ্গা হচ্ছে ‘উন্দাল রেস্টুরেন্ট’র অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে অবস্থিত ‘উন্দাল রেস্টুরেন্ট’র অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করেন।
উন্দাল রেস্টুরেন্ট ও এর পূর্বপাশের একটি অবৈধ স্থাপনা ভেঙ্গে মধ্যখানের প্রায় ১শ’ ফুট দীর্ঘ ড্রেন প্রশস্থ করা হচ্ছে।
অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ইঞ্জিনিয়ার সোবহান আহমদ, সার্ভেয়ার গৌছ মিয়া, কাউন্সিলরের সচিব রাহাত আহমদ রাজু, উন্দাল রেস্টুরেন্টের সত্ত্বধিকারী সালাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ বলেন, ‘অল্প বৃষ্টি হলেই বারুতখানা পয়েন্ট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগ লাঘবে অবৈধ স্থাপনা ভেঙ্গে অত্র এলাকার ড্রেনগুলো প্রশস্থ করা হচ্ছে। ড্রেনের প্রশস্থকরণ কাজ শেষে হলে জলাবদ্ধতা সমস্যা দূর হবে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qyObms

May 31, 2017 at 03:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top