আগে থেকেই নিশ্চিত ছিল। ওয়েস্ট ব্রমকে হারাতে পারলেই শিরোপা জয়ের স্বাদ পাবে চেলসি। কিন্তু ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ম্যাচে যেন গোল নামের সোনার হরিণের দেখাই মিলছিল না তাদের। অবশেষে ৮২ মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দারুণ এক গোল করে চেলসিকে এগিয়ে দিলেন মিচি বাটশুয়াই। শেষ পর্যন্ত এই গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপা নিশ্চিত হয় চেলসির। এই জয়ের ফলে ৩৬ ম্যাচ থেকে চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পারের সংগ্রহে ৭৭ পয়েন্ট। অর্থ্যাৎ বাকি তিন ম্যাচের সবকটিতে জয় পেলেও ব্লুজদের ধরতে পারবে না স্পার্শরা। যে কারণেই শুক্রবার ওয়েস্ট ব্রমউইচকে হারিয়েই শিরোপার আনন্দে মাতে অ্যান্তনিও কন্তের দল। গত বছরেই চেলসির কোচ হিসেবে নিয়োগ পান অ্যান্তনিও কন্তে। প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন তিনি। তার অধীনে শুরু থেকেই দুর্দান্ত খেলে ব্লুজরা। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেই শুক্রবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ইতালির চতুর্থ কোচ হিসেবে লিগ শিরোপা জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়েন তিনি। এর পেছনের নায়ক খেলোয়াড়দেরকেই অবশ্য কৃতিত্ব দিলেন কন্তে। ম্যাচ শেষেই তিনি বলেন, ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ। খেলোয়াড়দের জন্যই আজকের এই অসামান্য অর্জন। তাদের কমিটমেন্ট এবং কঠোর পরিশ্রমের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি। এই মৌসুমে কিছু করে দেখানোর সর্বাত্মক চেষ্টাই করেছে তারা। এই ম্যাচ জয়ের পর আমরা সত্যিই খুব খুশি। এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। প্রিমিয়ার লিগ শিরোপার সৌজন্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে চেলসি। ব্লুজদের সামনে এখন এফএ কাপ জয়েরও সুযোগ রয়েছে। আগামী ২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। সেই ম্যাচেও জয়ের স্বপ্ন দেখছেন কন্তে। এ বিষয়ে চেলসির কোচ বলেন, অসাধারণ একটা মৌসুম কাটলো আমাদের। এই মুহূর্তে বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা এফএ কাপেও চ্যাম্পিয়ন হতে চাই। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে এভারটনের মুখোমুখি হয়েছিল ওয়াটফোর্ড। সেই ম্যাচেও এভারটন ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। সূত্র : বিবিসি, মেইল অনলাইন আর/০৭:১৪/১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rbyIcR
May 13, 2017 at 02:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন