ফুটবল খেলা চলাকালীন সময়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ করে বসেন এক নারী ফুটবলার। দেখে মনে এটা ফুটবল খেলার মাঠ নয়, যেন রেসলিং খেলার মঞ্চ। বসনিয়া হার্জেগোভিনার নারী ফুটবলার সিলভিয়া সেকাচিক প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর আক্রমণাত্মক হামলা করার ঘটনায় আজীবন নিষিদ্ধ হয়েছেন। কয়েকদিন আগে বসনিয়ার দুই ক্লাব জেলেজনিকার ও ম্লাদোস্টের মধ্যকার ম্যাচ চলকালীন হঠাৎ করেই প্রতিপক্ষের খেলোয়াড় আন্দু লোভানোভিকের ওপর চড়াও হন সেকাচিক। ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়েররা এসে দেয়াল হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত লোভানিককে ধারাবাহিক কিষ, ঘুষি, লাথি মারতে থাকেন এই আগ্রাসী খেলোয়াড়। এই অখেলোয়াড়সূলভ আচরণের জন্য রেফারি সাথে সাথেই সেকাচিককে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। তবে আসল শাস্তিটা পেলেন এবার। তাকে বসনিয়া হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন গুরুতর অপরাধের জন্য আজীবনের জন্য নিষিদ্ধ করে। ম্লাদোস্টের অনুরোধের প্রেক্ষিতে সেকাচিককে নিষিদ্ধ করে বসনিয়া ফুটবলের অভিভাবক সংস্থা। ম্লাদোস্ট বলেন, সিলভিয়ার মতো মানুষদের ফুটবলে কোনো জায়গা নেই। এরা আজীবন নিষেধাজ্ঞাই ডিজার্ভ করে। আর/১২:১৪/১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2r8WR2I
May 13, 2017 at 07:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন