বিশ্বনাথে মাদরাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

18280330_1034357879998023_37846588_nমো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট ) থেকে ::সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিশ্বনাথের হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসায় প্রায় ৩০ লক্ষ্য টাকা ব্যয় ধরে হিফজ বিভাগের জন্যে নতুন ভবন ‘হাজী হায়াত উল্লাহ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা গভর্ণিংবডির সভাপতি আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নির্মিতব্য ভবনের দাতা জজ মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেট ইউকে’র চার্টাড একাউন্ট্যান্ট ও কাউন্সিলর মো. আয়াছ মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট’র সাধারণ সম্পাদক মো. মিসবাহ উদ্দিন, মেম্বার অব বোর্ড হাজী মো. ফারুক মিয়া।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মোক্তাদির খান’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সানু মিয়া, মানিক মিয়া, দারুল ক্বিরাত কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান। অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক শিক্ষক প্রতিনিধি মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, ছাত্র সংসদ’র জিএস আল-হাবিব মামুন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসা শিক্ষার্থী জাবেদ আহমদ ও নাতে রাসুল (স.) পরিবেশন করেন শাহিদুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন গভর্ণিংবডির সদস্য মজম্মিল আলী, হাজী সিদ্দিকুর রহমান খান, সোজা উদ্দিন ধলু মিয়া, রেপন মিয়া, মোহন মিয়া, লিতু খান, হাজী আবদুল আহাদ জুনু, মোক্তার আলী ওয়ারিছ আলী ওরফে জুনাব আলী, হাজী ঝুনু মিয়া, ডা: আবদুল হাই, ডা: আবদুর রহিম দারুল ক্বিরাত কমিটির সদস্য ইমান আলী, লাল মিয়া, জিতু খান, সিদ্দেক আলী, প্রবাসী হাজী তুরণ মিয়া ও কবির মিয়া প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pcCqkX

May 04, 2017 at 08:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top