ঝাঁপ বন্ধ হল তিস্তা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের

রাজগঞ্জ, ৪ মেঃ ঠিকা শ্রমিক ও মালিক পক্ষের অসন্তোষের কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল রাজগঞ্জের একমাত্র সার কারখানা- তিস্তা অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিস। বৃহস্পতিবার মালিক কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দেন। ফলে কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী ও ঠিকা শ্রমিক সহ প্রায় ২০০ জন শ্রমিক। অভিযোগ, ঠিকা শ্রমিকরা ঠিকমত কাজ না করায় লোকসান হচ্ছে  কারখানার। এদিকে শ্রমিকপক্ষের অভিযোগ, প্রায় দেড় বছর থেকে মজুরি বৃদ্ধি করা হচ্ছেনা। মজুরি নেই প্রায় তিনমাস। শ্রমিকপক্ষের অভিযোগ, এসব দাবি নিয়ে আন্দোলন করার ফলে মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করেছেন।

রাজগঞ্জের পানিকৌড়িতে ওই সার কারখানায় ঠিকাদারের অধিনে শতাধিক শ্রমিক কাজ করেন। এছাড়া স্থায়ী শ্রমিক রয়েছেন প্রায় ৭০ জন। সব শ্রমিকরাই আলাদাভাবে তৃনমূলের শ্রমিক ইউনিয়নে যুক্ত। স্থায়ী শ্রমিকদের মজুরি নিয়ে কোনো সমস্যা তৈরি না হলেও ঠিকা শ্রমিকদের মজুরি নিয়ে গত তিন মাস থেকে ঝামেলা চলছিল। ঠিকা শ্রমিকরা বহু বছর থেকে মজুরি ছাড়াও ট্রাক থেকে মাল ওঠানো বা নামানোর জন্য বকশিস আদায় করছেন । কিন্তু মালিক পক্ষ ওই বকশিস প্রথা তুলে দিয়ে শ্রমিকদের পিএফ এবং অন্যান্য সুযোগ সুবিধা চালু করতে উদ্যোগী হয়েছেন । কিন্তু ঠিকা শ্রমিকরা সুবিধাগুলি চালুর সাথে বকশিস প্রথা বহাল রাখার দাবিতে অনড় থাকেন। এই বিষয়গুলি সমাধানের জন্য একাধিকবার শ্রমিক নেতৃত্ব এবং ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমাধান হয়নি। তাই শ্রমিক কয়েক মাস থেকে ধীরে চলো নীতিতে কাজ করছে বলে কর্তৃপক্ষের অভিযোগ। এতে কর্তৃপক্ষের লোকসান হওয়ায় কারখানা বন্ধ করেছেন বলে জানিয়েছেন মালিক পক্ষ।



from Uttarbanga Sambad http://ift.tt/2p1dS2r

May 04, 2017 at 08:25PM
04 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top