টরন্টো, ০৪ মে- একটু ভিন্ন আঙ্গিকে পরিবেশিত হয়বলে প্রতি বছর টরন্টোবাসি এই অনুষ্ঠান দেখারজন্য অপেক্ষায় থাকে ঢাকার রমনার বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানের সেই একই অনুভূতি আর আনন্দ উপভোগ করার জন্য প্রবাসী বাঙালী দর্শক-শ্রোতারা ছুটে আসেন ছায়ানট প্রাক্তনিদের এই আয়োজনে। এই সংগঠনটি টরোন্টোতে বর্ষবরণেরঅনুষ্ঠান শুরু করে প্রথম ২০০৩ইং সালে এবং তার পর থেকে প্রতিবছরই ভিন্নথিম, ভিন্নপোশাক, ভিন্নমঞ্চসজ্জা এবং নতুন নতুন গানের সমাহার নিয়ে উপস্থিত হয় প্রাক্তনি সব শিল্পীরা। প্রতিবারের মতো এবারেও গত ১৫ই এপ্রিল শনিবার টরন্টোতে হয়ে গেল এই সংগঠনের বাংলা বর্ষবরণ ১৪২৪ এর অনুষ্ঠান।অংশ গ্রহণে ছিলেনঃ আনোয়ার কবির রুমি, ইয়াসমিন আনাম বিন্দু, জীবনা সঞ্চিতা হক, মামুন কায়সার, জুলফিয়া আহমেদ ইন্টু , মালেকা নাসরিন রোজী, নিঘাত মুর্তজা শমী, রিতু মীর, দিলআফরোজ রুমা, সারাহ বিল্লাহ, সুরাইয়াক হাসান সাদি, জ্যানেট মেরি গোমেজ, ফারহানা রাশেদ মিতা, আশরাফুল বারী মঞ্জু, বিজয় দেবনাথ, অপূর্ব হক, আয়শা আক্তারী জলি , শাহানা আফরোজ সোমা, সৈয়দ মোঃআশফাকুর রহমান স্বপন , আবৃতি তে ছিলেন রাশিদা মুনির ও ডঃ মাহমুদুল আনাম।এবারে অতিথি নৃত্য শিল্পীদ্বয় ছিলেন ডঃ মুকুরদেও পারমিতা রায়। যন্ত্র সমন্বয়ে ছিলেনঃ তানজীর আলম রাজীব (তবলা), মামুন কায়সার (কিবোর্ড), পল হালিম (গিটার)। এ ছাড়াও শাহানা আফরোজ সোমা এঁকেছেন প্রচ্ছদ,শব্দ নিয়ন্ত্রণ এর দায়িত্বে ছিলেন জনাব কুশল খান্না আর ফোটোগ্রাফির দায়িত্বে ছিলেন জনাব বাবর আনোয়ার। মনোমুগ্ধকর মঞ্চ সজ্জাটি করেছেন মুনিকআনাম।প্রতিবারের মতো এবারও এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক (ATN )এই পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করছে এবং সেখানে ছায়ানটের পক্ষে রিপোর্টিং করেছেন সুমিরহমান। পঞ্চ কবির গান, স্বদেশ আর বাউল অঙ্গের গানের মিশ্রণ ছিল এবারের অনুষ্ঠানের অলঙ্কার।শিল্পীরা চমৎকার পরিবেশনা মুগ্ধ করেছে প্রতিটি দর্শককে। প্রতিটিশিল্পীই দক্ষতা দেখিয়েছেন তাদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে। মঞ্চে উপস্থাপন সব শিল্পীদের পোষাক ও সাজ সজ্জা ছিল দৃষ্টি কাড়ার মতো। তবলা আর মৃদু বাদ্যযন্ত্রের ঝঙ্কার দিয়ে কবিতা পালকিরগান এর আবৃতি পরিবেশনা ছিল অসাধারণ। এছাড়াও,আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অনির্বান কাজী কে এই অনুষ্ঠানে ছায়ানট টরন্টো ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। বিরতী রসময় দর্শকদের ভীড় ছিল বৈশাখী মেলার আয়োজনের আকর্ষণীয় বাহারিস্টল, শাড়ী-চুড়ি আর সুস্বাদু দেশী খাবারের প্রতি।সব মিলিয়ে বৈশাখের দেশী আমেজে ছিল পুরো সময়টা ভরপুর। আগামী বছর বর্ষবরণ অনুষ্ঠানের আগাম আমন্ত্রন রইলো। আগামী বৈশাখের রমনা বটমূলের ভোরের সেই আনন্দ আর আমেজ পেতে চলে আসুন শনিবার ১৪ই এপ্রিল ২০১৮ইং(১লাবৈশাখ১৪২৫)। আপনারা স্বপরিবারে সবাই আমন্ত্রিত।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qIVAz8
May 05, 2017 at 01:06AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.