আমেরিকা :
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারের ব্যক্তিগত মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে পেন্টাগন। ‘পরমাণু ফুটবল’ রাখার জন্য এটি ভাড়া করা হয়েছে।
জরুরি অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পরমাণু হামলা চালানোর জন্য প্রয়োজনীয় গোপন সঙ্কেত সংরক্ষণকারী ব্রিফ কেসকে ‘পরমাণু ফুটবল’ বলা হয়। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান না কেনো তার সাথে নিরাপদে যোগাযোগ রক্ষার ব্যবস্থাও এতে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিউইয়র্কে যাবেন তখন ‘পরমাণু ফুটবল’ এখানে রাখা হবে। অবশ্য অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ায় ট্রাম্পের পরিবারের আর্থিক কোনো লাভ হবে না। কী শর্তে এটি ভাড়া নেয়া হয়েছে তাও প্রকাশ করা হয়নি।
মার্কিন হাউজ আর্মড সার্ভিস এবং ইনটেলিজিন্স কমিটির কাছে লেখা প্রতিরক্ষা দফতরের কর্মকর্তার চিঠি থেকে এ বিষয়টি জানা গেছে। অবশ্য হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ভাড়া নেয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি।
এ ছাড়া, ফ্লোরিডার পাম বিচ এবং নিউ জার্সির বেডমিনিস্টারের ট্রাম্প গলফ ক্লাবেও মাঝে মাঝে যান ট্রাম্প। সেখানে এ ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2p9l3Wn
May 07, 2017 at 03:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.