আগামীকাল ফেসবুক লাইভে আসছেন আনিসুল হক

fঢাকা::আগামীকাল রোববার (১৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক ফেসবুক লাইভে আসছেন। ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে তিনি সরাসরি সবার সাথে কথা বলবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনজুর মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে ফেসবুক লাইভে আসছেন ঢাকা এই মেয়র। মনজুর মাওলা বলেন, আগামী ১৪ মে মেয়র আনিসুল হক ফেসবুক লাইভের মাধ্যমে নগরবাসীর সঙ্গে কথা বলবেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় ফেসবুক লাইভে একঘন্টা তিনি থাকবেন।

তিনি আরো বলেন, ফেসবুক লাইভে আনিসুল হক নগরবাসীর কথা শুনবেন এবং তাদের প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও সিটি করপোরেশনের উন্নয়নে নেওয়া বিভিন্ন বিষয় তুলে ধরবেন। যে কেউ সরাসরি লাইভে অংশ নিতে পারবেন।

মেয়রের নিজস্ব ফেসবুক পেজ http://ift.tt/2qejjtV ছাড়াও http://ift.tt/2pJkTQR এবং http://ift.tt/2qezrLV এ সাইটগুলোতে ভিজিট করে লাইভে অংশ নেওয়া যাবে।

২০১৫ সালের ১৪ মে আনুষ্ঠানিকভাবে মেয়র পদের দায়িত্ব নেন আনিসুল হক। আগামীকাল রোববার দায়িত্ব গ্রহণের দুইবছর পূর্তি হতে যাচ্ছে তার।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pJeTrt

May 13, 2017 at 10:46PM
13 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top