কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার বাচ্চার কিছু ছবি যখন ভাইরাল

fইউরোপ ::

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোশাল মিডিয়াতে খুবই জনপ্রিয় একটি মুখ। তার ছবি প্রায়শই ফেসবুক টুইটারসহ ইন্টারনেটের অন্যান্য মাধ্যমে প্রায়শই ভাইরাল হয়ে পড়ে।

তার ছবি দেখে সারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়করা হয়তো বুঝতে পারেন যে কিভাবে প্রচারণা চালাতে হয়।

এবার তার কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে মি. ট্রুডো তার তিন বছরের বাচ্চাকে নিয়ে অফিস করতে এসেছেন।

রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তাকে অফিসে ছোট্ট বাচ্চাটির সাথে মজা করতে, দৌড়াতে, খেলতেও দেখা গেছে। কিন্তু তার কাজ থেমে থাকেনি। বাচ্চাকে সাথে নিয়েই তিনি মিটিং করেছেন, পার্লামেন্টে প্রশ্নের জবাব দিয়েছেন।

এসব কাজের ফাঁকে ফাঁকেও জাস্টিন ট্রুডো তার ছোট্ট শিশুটির সাথে লুকোচুরি খেলেছেন।

হাড্রিয়েন ট্রুডোর সাথে প্রধানমন্ত্রী বাবার এরকম বেশ কিছু ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

ছবিতে তাদের দুজনকে একসাথে দেখা যাচ্ছে যখন তারা ফটোগ্রাফার এমনকি রাজনীতিকদেরকেও সামাল দিচ্ছেন।

এসব ছবির নিচে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা নানা রকমের মন্তব্যও করছেন।

একজন লিখেছেন, “প্রচারণার জন্যে এসব ছবি কাজে দেবে কি দেবে না সেই বিতর্ক থাকলেও বলতে হবে যে মি. ট্রুডো তার পরিবারকে বেশ গুরুত্ব দেন।”

পঁয়তাল্লিশ বছর বয়সী মি. ট্রুডো এর আগেও সারা বিশ্বের দৃষ্টি কেড়েছেন এধরনের ছবির কারণে।

তরুণ রাজনীতিক এজন্যে প্রচুর মানুষের প্রশংসাও পেয়েছেন।এছাড়াও তিনি সিরিয়ার শরণার্থী ও সমকামীদের প্রতি সমর্থন এবং নিজেকে প্রকাশ্যে নারীবাদী বলে পরিচয় তিনি সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qdq53B

May 13, 2017 at 10:49PM
13 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top