লখনউ, ৩০ মেঃ বাবরি মসজিদ মামলায় মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে বিচারপতি এস কে যাদবের সামনে হাজিারা দেবেন তাঁরা।
তাঁদের পাশাপাশি বিজেপি নেতা বিনয় কাট্টিয়ার, সাধবি রিতাম্বরা, বিশ্ব হিন্দু পরিষদের বিষ্ণু হরি ডালমিয়াকে এদিন আদালতে হাজিরা দিতে হবে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ মামলায় এফআইআর-এ তাঁদের নাম উঠেছিল। কিন্তু, ২০১১ সালে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা খারিজ করে দিয়েছিল সিবিআই আদালত। এলাহাবাদ হাইকোর্টও সিবিআই-এর রায় বহাল রাখে। তবে ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিমকোর্ট সিবিআই এবং এলাহাবাদ হাইকোর্টের রায় খরিজ করে পুনরায় তাঁদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s95FqQ
May 30, 2017 at 01:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন