মুম্বাই, ৩০ মে- এক সময় বলিউড কাঁপিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী গীতা কাপুর। পাকিজার মতো সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বলিউডের প্রায় শখানেক সিনেমা তার নামের পাশে রয়েছে। অথচ আজ তারই ঠিকানা মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতাল। তার চিকিৎসার টাকা নেই, নেই ফেরার কোনও ঠিকানা। গত একমাস ধরে এভাবেই হাসপাতালে পড়েছিলেন গীতা। অভিনেত্রীর এই অবস্থার জন্য দায়ী তারই ছেলে। নিজের মাকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে সে। জানা গেছে, ছেলে রাজা কাপুর তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এরপর চিকিৎসকরা অগ্রিম কিছু টাকা জমা রাখতে বলেছিলেন চিকিৎসার জন্য। সেই টাকা এটিএম থেকে তুলতে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে বেরিয়ে যান রাজা। এর পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গীতার মেয়ে পূজার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কোনও সাড়া মেলেনি। বাধ্য হয়ে বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা শুরু করেন হাসপাতালের চিকিৎসকরা। কারণ তার অবস্থা মোটেও ভাল ছিল না। একটু সুস্থ হতেই গীতাদেবী খুলে বলেন সবকিছু। কীভাবে ছেলে রাজা তার উপর দিনের পর দিন অত্যাচার চালাতেন। বারবার তাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য জোর করা হত। এর জন্য মারধরও করা হত। চারদিনে একবার খেতে দেওয়া হত। দিনের পর দিন ঘরে বন্দি করে রাখা হত। এত অত্যাচারের ধকল যখন বৃদ্ধ অভিনেত্রীর দেহ সইতে পারেনি, তখন বাধ্য হয়েই তাকে হাসপাতালে নিয়ে আসে ছেলে। তবে মাকে সুস্থ করতে নয়, নিজের দায় কাঁধ থেকে নামিয়ে পালিয়ে যেতে। হাসপাতালের চিকিৎসকরা জানান, নিজেকে সেনা অফিসার বলে পরিচয় দিয়েছিলেন রাজা। পরে গীতা কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন তারা। বিষয়টি জানাজানি হতে বৃদ্ধ অভিনেত্রীর সাহায্যের জন্য এগিয়ে আসেন সিবিএফসি সদস্য অশোক পণ্ডিত ও প্রযোজক রমেশ তুরানি। তারা দুজনে মিলেই হাসপাতালের প্রায় দেড় লক্ষ টাকা বিল মেটান। আপাতত অনেকটাই সুস্থ অভিনেত্রী। শরীরের কষ্ট তার লাঘব হয়েছে, কিন্তু মনের ক্ষত এখনও দগদগে। যা হয়তো কোনওদিনও সেরে উঠবে না।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qurjc4
May 30, 2017 at 06:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন