মুম্বাই, ৩০ মে- গত ৫ মে চীনে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত দঙ্গল। ভারতীয় কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি প্রথম থেকেই চীনা বক্স অফিসে ঝড় তুলেছিল৷ সেই ধারা অব্যাহত রেখে ইতিহাস সৃষ্টি করল দঙ্গল৷ ঢুকে পরল হাজার কোটির ক্লাবে৷ চীনের একটি বিনোদন-সমীক্ষা সংস্থার মতে, যেভাবে ছবিতে মহিলাদের ক্ষমতায়ন দেখানো হয়েছে, তা স্থানীয় জনতাকে ভীষণ আকৃষ্ট করেছে। চীনের ড্রাগন বোট ফেস্টিভ্যাল এর মাঝেও দঙ্গল হাজার কোটির কাছে পৌঁছে যাবে তা সত্যিই ভাববার বিষয়। চীনে বিদেশি (হলিউডের বাইরে) ছবির ক্ষেত্রে এতদিন সর্বোচ্চ আয় করা ছবি ছিল জাপানি ইওর নেম। ৮.৪ কোটির মার্কিন ডলার আয় করেছিল ছবিটি৷ দঙ্গল সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে। ১৯৫০ সালে চীনে মুক্তি পায় রাজ কপূর অভিনীত আওয়ারা ছবিটি। সংস্থাটির দাবি, দঙ্গল ছবিটিও তেমনই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে চীনের প্রায় সাত হাজার স্ক্রিনে চলছে দঙ্গল। দঙ্গল-এর আগে আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ও পিকে উভয়ই বিপুল জনপ্রিয়তা লাভ করে। তা মাথায় রেখেই বেজিং, সাংহাই ও চেংডুতে গিয়ে দঙ্গল-এর প্রচারে সামিল হয়েছিলেন আমির খান। বাহুবালিকে টপকে যাবে দাঙ্গল তেমনটাই আশা করছে আমির ফ্যানরা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qwnCyj
May 30, 2017 at 06:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন