ফের সাইবার হানা তিনটি বিদ্যুৎ বন্টন কার্যালয়ে

জলপাইগুড়ি, ১৬ মেঃ ফের সাইবার হানার ঘটনা ঘটল নাগরাকাটা, ধূপগুড়ি ও বানারহাটের বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে। মঙ্গলবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিল জমা সহ অন্যান্য কাজ বন্ধ হয়ে যায়। এর জেরে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। তবে কখন এই পরিষেবা স্বাভাবিক হবে সে ব্যাপারেও নিশ্চিত কিছু জানাতে পারেনি বিদ্যুৎ কোম্পানির আধিকারিকরা।

জানা গিয়েছে, কম্পিউটার চালু করলেই পর্দায় একটি লাল সাদা স্ক্রিন উঠে আসছে। এরপর কম্পিউটারটি আর কাজ করছে না। সেখানে ৩০০ মার্কিন ডলার (ইনটারনেট পেমেন্ট নেওয়ার জন্য একপ্রকার মুদ্রা) বিটকয়েন চাইছে। তা না দেওয়া পর্যন্ত সমস্ত কাজ বন্ধ কম্পিউটারে। তবে এই পরিস্থিতিতে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেডের কর্মীরা।

এপ্রসঙ্গে বিদ্যুৎ কোম্পানির এক আধিকারিক বিপ্লব মণ্ডল জানান, এদিন সকালে অফিসে এসেই এই ব্যাপারটি নজরে আসে। আপাতত সমস্ত কাজ বন্ধ রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pS3iGo

May 16, 2017 at 06:43PM
16 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top