মুম্বাই, ১৬ মে- নতুন চুক্তিতে বছরে দুই কোটি রুপি বেতন পাচ্ছেন কোহলিরা। কিন্তু তাতেও আপত্তি টিম ইন্ডিয়ার অধিনায়কের। তার দাবি, এ গ্রেডের ক্রিকেটারদের অন্তত বছরে সাত কোটি রুপি বেতন হওয়া উচিত। ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগেই নতুন চুক্তি হয়। সেখানে সর্বোচ্চ বেতন ধরা হয় দুই কোটি রুপি। কিন্তু তাতে অখুশি জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের মতে, বেতনে সামঞ্জস্য রাখা জরুরি। বিশেষ করে তিন ফরম্যাটে যারা নিয়মিত ক্রিকেটার তাদের বেতন সাত কোটি রুপি হওয়া উচিত। দাবির মুখে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে দেশটির সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের আসর শেষ হওয়ার পরপরই ইস্যুটি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আবারও বসবে বোর্ড। সেখানে উপস্থিত থাকবেন কোচ অনিল কুম্বলেও। এই মুহূর্তে বাৎসরিক দুই কোটির পাশাপাশি প্রতি টেস্ট ম্যাচে দেওয়া হয় ১৫ লক্ষ রুপি। ওয়ানডেতে ছয় লক্ষ, টি-টোয়েন্টিতে তিন লক্ষ রুপি পেয়ে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে সাত কোটির আশেপাশেই নতুন বেতন হতে যাচ্ছে ক্রিকেটারদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তা চূড়ান্ত হবে। আর/১৭:১৪/১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qnt1u4
May 17, 2017 at 12:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top