ভোটের মুখে রক্তশূণ্য রায়গঞ্জ ব্লাড ব্যাংক, চরম বিপাকে রোগীরা

রায়গঞ্জ, ৬ মেঃ রক্তের চরম সংকট দেখা দিয়েছে রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে। শুক্রবার অতিকষ্টে ১০ ইউনিট রক্ত মিললেও শনিবার একেবারেই রক্তশূন্য হয়ে পড়ল রায়গঞ্জ হাসপাতালের ব্লাড ব্যাংক। রক্তের অভাবে সব রকম অপারেশন বন্ধ হওয়ার মুখে। এই অবস্থায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রের খবর, রায়গঞ্জ জেলা হাসপাতালে প্রতি মাসে গড়ে ১২০০ ইউনিট রক্ত প্রয়োজন হয়। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে এই রক্তের চাহিদা পূরণ করা হয়। কিন্তু নির্বাচনবিধি লাগু থাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি কোনো রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না। ফলে মাশুল গুনতে হচ্ছে দূরবর্তী গ্ৰাম থেকে আসা রোগীদের। এই মুহূর্তে কোন রোগীর রক্তের প্রয়োজন হলেও ব্লাড ব্যাংক থেকে তা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানালেন ব্লাড ব্যাংকের কর্তব্যরত মেডিকেল অফিসার।



from Uttarbanga Sambad http://ift.tt/2pgvJxv

May 06, 2017 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top