নতুন স্বাস্থ্য আইন নিয়েও বিপাকে ট্রাম্প!

fরিপাবলিকান সিনেটররা ওবামাকেয়ারের স্থলে নতুন স্বাস্থ্য বীমা আইনটির ভবিষ্যত নিয়ে সংশয়ে রয়েছেন। যদিও কংগ্রেসের নিম্নক্ষ প্রতিনিধি পরিষদে তাদের দলের সদস্যদের ভোটেই এটি পাশ হয়েছে।
আর নিম্নকক্ষে পাশ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আইনটি পাশে আরো এক ধাপ এগিয়ে গেল। তবে সিনেটে এতে বড় ধরনের সংশোধনী আসতে পারে। খবর এএফপি’র।
রিপাবলিকান দলীয় একজন সিনেটর এ ব্যাপারে বলেন, স্বাস্থ্যবীমা নীতির চূড়ান্ত রূপ ‘প্রায় অসম্ভব’।
এদিকে ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছে, বিলটি পাশ হলে লাখো আমেরিকান স্বাস্থ্য বীমার আওতা থেকে ছিটকে পড়বে।
প্রতিনিধি পরিষদে ওবামাকেয়ার বাতিল ও নতুন আইন পাশের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ২১৬টি ভোট। গত বৃহস্পতিবার অতিরিক্ত মাত্র ১ ভোটের জোরে খসড়া আইনটি গৃহীত হয়। ডেমোক্রেটিক পার্টির কোন সদস্যই এর পক্ষে ভোট দেননি। রিপাবলিকান পার্টিরই ২০ সদস্য আইনটির বিপক্ষে ভোট দেন।
নি¤œকক্ষে ভোটে নতুন স্বাস্থ্যবীমা খসড়াটি পাশ হওয়ার পর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ওবামাকেয়ার মারা গেছে।
নতুন আইনে অধিক বিত্তবানদের জন্য অতিরিক্ত কর রেয়াতের সুযোগ রাখা হয়েছে। ওবামাকেয়ারে সবার জন্য বিমা বাধ্যতামূলক রাখা হয়েছিল, যারা বিমা নেবে না তাদের জন্য জরিমানা ধার্য ছিল। নতুন আইনে সেই ‘ম্যান্ডেট’ বাতিল করা হয়েছে।
অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের স্বাস্থ্যসেবা আইন কার্যকর হলে দরিদ্র ও বৃদ্ধ মার্কিনীদের সংকট বাড়বে।
নিউইয়র্ক টাইমস-এর হিসাব অনুসারে, ১৮ বছর বয়সী তরুণের তুলনায় ৬৪ বছর বয়সী একজন প্রবীণ ব্যক্তিকে স্বাস্থ্যবিমা বাবদ প্রায় পাঁচ গুণ বেশি ব্যয় করতে হবে।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ও আমেরিকান হসপিটাল অ্যাসেসিয়েশনসহ প্রায় সবগুলো প্রধান স্বাস্থ্য সংগঠন দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qafmaG

May 06, 2017 at 05:59PM
06 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top