সন্ত্রাসী হামলা ফার্মেসী লুট : আহত ৫

সিলেটের কানাইঘাটে ফার্মেসীতে সন্ত্রাসী হামলা ও লুটপাট হয়েছে । হামলায় ৫জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮মে) সন্ধ্যায় থানার তালবাড়ী বাজারস্থ খালেদ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন জাকারিয়া আহমদ চৌধুরী কয়ছর (৫০) , আব্দুন নূর চৌধুরী (৩০),মোস্তফা চৌধুরী মিহির (২৬) শ্হাীন চৌধুরী (৪০) ও সুফিয়ান চৌধুরী (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, তালবাড়ি গ্রামের আখলাকুল আন্বিয়া চৌধুরী পরিবারের সাথে একই গ্রামের আজহার উদ্দিনদের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আজহার ও তার দলভুুক্তরা রোববার ইফতারের পূর্বমূহুর্তে আখলাক পরিবারের খালেদ ফার্মেসীতে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় ৫জন আহত হন এবং হামলাকারীরা ফার্মেসী থেকে নগদ ৫১হাজার টাকা, ৫০হাজার টাকার ঔষধ সহ লক্ষাধিক টাকার মাল লুটে নেয় এবং ভাংচুর করে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতারে তলাশী অভিযান অব্যাহত রখেছে।
এ ঘটনায় আন্বিয়া পরিবারের জনৈক শাহীন চৌধুরী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুর আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেফতারে রাতেই অভিযান পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত থাকবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2quJlqg

May 29, 2017 at 08:13PM
29 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top