নিরাপদ আম উৎপাদন কলাকৌশল বিষয়ক ‘আম চাষী প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন কলাকৌশল ও সংগ্রহত্তোর ব্যবস্থাপনা বিষয়ক ‘আম চাষী প্রশিক্ষণ’ বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ইখতেখার উদ্দিন সামিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.জাহাঙ্গীর ফিরোজ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈঞ্জানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম, কল্যানপুর হটিকালচার সেন্টারের উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমূখ।
সভায় জানানো হয় এ পর্যন্ত জেলার ১৯১ জন চাষী ও ব্যবসায়ী বিদেশে আম রপ্তানীর জন্য কৃষি দপ্তরে তালিকাভুক্ত হয়েছেন। প্রশিক্ষণে ৫০ জন চাষী অংশগ্রহণ করেন।
সভায়, জেলায় আম মেলা আয়োজন, কৃষকদের ওজনের ব্যাপারে ঠকানো, ডিজিটাল ওজন যন্ত্র ব্যবহার, মহারাজপুরে নতুন আম বাজার চালু করা,আমকে জেলার ব্রান্ডিং করার ব্যাপারে গৃহীত পদক্ষেপ, কেমিক্যালমুক্ত নিরাপদ আম চাষ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2pCJNlZ

May 11, 2017 at 08:28PM
11 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top