এটিএম মারফত টাকা তুলতে নয়া চার্জ বসালো এসবিআই

তিরুনন্তপুরম, ১১ মেঃ আরো একবার সার্ভিস চার্জ পুনর্বিবেচনা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন সার্ভিস চার্জ ১ জুন ২০১৭ থেকে কার্যকর হবে। এটিএম মারফত প্রত্যেকবার টাকা তুললে তাতে লাগু হবে নয়া চার্জ। প্রত্যেকবার ক্যাশ ট্র্যানজ্যাকশনে ২৫ টাকা। শুধুমাত্র রূপে ক্লাসিক কার্ড ফ্রি-তে ইস্যু করা হবে।

এক মাসে চারবার টাকা তোলার পর ৫০ টাকা করে সার্ভিস চার্জের সঙ্গে ব্রাঞ্চের সার্ভিস ট্যাক্স লাগু হবে। অন্য ব্যাংকের এটিএমে ২০ টাকার সঙ্গে সার্ভিস ট্যাক্স এবং এসবিআইয়ের এটিএমে ১০ টাকার সঙ্গে সার্ভিস ট্যাক্স ধরা হবে।

ব্যাংকিং করেসপনডেন্টের মাধ্যমে ১০০০০ টাকা পর্যন্ত টাকা জমা দিলে তাতে মোট টাকার ০.২৫ শতাংশ হিসেবে ন্যূনতম ২ টাকা থেকে সর্বাধিক ৮ টাকা এবং অতিরিক্ত সার্ভিস ট্যাক্স ধার্য করা হবে। ২০০০ টাকা পর্যন্ত টাকা ব্যাংকিং করেসপন্ডেন্টের মাধ্যমে তুললে তাতে মোট ট্র্যানজ্যাকশন ভ্যালুর সার্ভিস ট্যাক্সের সঙ্গে ২.৫০ শতাংশ ধার্য হবে।

একটি দশ পাতার চেকবই ইস্যু করতে প্রয়োজন হবে এখন ৩০ টাকা প্লাস সার্ভিস ট্যাক্স। ২৫ পাতার চেকবইয়ের ক্ষেত্রে লাগবে ৭৫ টাকা প্লাস সার্ভিস ট্যাক্স এবং ৫০ পাতার চেকবইয়ের দাম ধার্য করা হয়েছে ১৫০ টাকা প্লাস সার্ভিস ট্যাক্স।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2q5RDb3

May 11, 2017 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top