বাকু, ১৪ মে- আজারবাইজানের বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য এই গৌরব নিয়ে এসেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা। এই প্রতিযোগিতায় শুটিং থেকে নিজেদের ইতিহাসে প্রথম সোনা জিতল বাংলাদেশ। লাল-সবুজের জুটি রোববার বাকু শুটিং সেন্টারে ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনার হাসিতে মেতেছে। বাংলাদেশের দুই শুটার প্রথম তিনটি শটে যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে ঘুরে দাঁড়ায় ইরানি জুটি, তুলে নেয় ২১ পয়েন্ট। পরে আবারো টানা দুটি শটে পদকের কাছে যান বাকি-দিশা জুটি। তারা শেষে ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে সোনার গৌরবে নাম লেখান। বাছাইয়ে বাকি ২৫৮.৫ এবং আতকিয়া ২৫৮.৩ স্কোর করেছিলেন। দুজন মোট ৫১৬.৮ স্কোর করে তৃতীয় স্থানে থেকে চূড়ান্ত পর্বে আসেন। আর মোট ৫১৪.৭ স্কোর করে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না ও মাহফুজা জান্নাত জুঁই জুটি বাছাইয়ে ষষ্ঠ হয়েছিলেন। তবে পদকের মূল লড়াইয়ে সুবিধা করতে পারেননি তারা। এর আগে শনিবার গেমসে রূপা জেতে বাংলাদেশ। ছেলেদের ১০মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন রাব্বি হাসান মুন্না। আর/১৭:১৪/১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qfubYR
May 15, 2017 at 01:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top