ঢাকা, ১৪ মে-শীর্ষ আট দলকে নিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরাদের আসর বলেই হয়তো, আর্থিক সংযুক্তিটাও কম নয়। কত উপার্জন করবে শিরোপাজয়ীরা? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানাচ্ছে, চ্যাম্পিয়ন হলে পকেটে আসবে প্রায় ১৮ কোটি টাকা! রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শিরোপা জিতলে দেওয়া হবে ডলারের হিসেবে ২.২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, রানার্সআপ দল পাবে ১.১ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৩ আসরের চেয়ে আসন্ন আসরে প্রাইজমানির পরমাণ পাঁচ লক্ষ ডলার বৃদ্ধি করা হয়েছে। শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দলই নয়, সেমিফাইনালে জায়গা করতে পারলেও বড় অংকের অর্থ পাবে দলগুলো। একই বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সেমিফাইনালিস্ট দল পাবে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার। টুর্নামেন্টে দুটি গ্রুপে চারটি করে দল। গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দল প্রাইজমানি পাবে ৯০, ০০০ মার্কিন ডলার। যদি গ্রুপের শেষ দল অর্থাৎ, চার নম্বরে থেকেও টুর্নামেন্ট শেষ করে, তারপরও ৬০,০০০ ডলার ঘরে নিয়ে আসবে। কোন ম্যাচ না জিতলেও সেই দলের পকেটে আসবে বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ লক্ষ টাকা। সবকিছু ঠিক থাকলে জুন মাসের প্রথমদিন শুরু হবে টুর্নামেন্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এজবাস্টন, ওভাল ও কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। আর/১৭:১৪/১৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2re77XR
May 15, 2017 at 01:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন