ঢাকা::সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন সোনার দোকান মালিকরা। আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন। সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা ধর্মঘটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ষণের মামলায় ছেলে আসামি হওয়ার পর বুধবার শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের পর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দোকান বন্ধ হলে সারাদেশে সবার দোকান বন্ধ করা উচিৎ’।
জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে আপন জুয়েলার্সের কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে বৃহস্পতিবার আমিন জুয়েলার্সে অভিযানের বিষয়টির উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, ‘সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে জুয়েলারি দোকানে হয়রানিমূলক অভিযান ও আমিন জুয়েলার্সে অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন’।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য সংখ্যা এখন ৭০০ জনের মতো; এর বাইরে সারাদেশে হাজার দশেকের মতো গহনার দোকান রয়েছে। ঈদের আগে ধর্মঘট ডাকায় এখন দোকানগুলো বন্ধ থাকবে, যাতে যুক্ত আছে প্রায় ২৭ লাখ মানুষ।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rjkR7k
May 18, 2017 at 11:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন