সেল্টা ভিগোর বিপক্ষে ১০ মিনিটে গোল করেই ইতিহাসটা সৃষ্টি করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের বড় বড় পাঁচটা লিগ মিলে সর্বোচ্চ ব্যাক্তিগত গোলে ইংরেজ কিংবদন্তী জিমি গ্রিভসকে ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগা মিলে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৬৮টি। ইউরোপিয়ান লিগগুলোতে খেলে জিমি গ্রিভস মোট গোল করেছিলেন ৩৬৬টি। ১৯৮০ সালে অবসর নেয়ার পর থেকে গত প্রায় ৩৭টি বছর ইংলিশ এই ফুটবলারের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। চলতি সপ্তাহের শুরুতে সেভিয়ার বিপক্ষে গোল করে জিমি গ্রিভসকে ছুঁয়ে ফেলেছিলেন রোনালদো। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তিনি ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের গোলটি ছিল পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করার। এরপর ম্যাচের ৪৮তম মিনিটে দ্বিতীয় গোল করে নিজেকে তিনি নিয়ে গেলেন আরও উচ্চতায়। ইউরোপিয়ান সেরা পাঁচটি লিগের মধ্যে সর্বোচ্চ ৩৬৮ গোল করে এখন সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৬৮ গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় ২৬৪ ম্যাচে রোনালদো গোল করেছেন মোট ২৮৪টি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদো গোল করেছেন ১৯৬ ম্যাচে ৮৪টি। রোনালদোর বার্সা প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন তার অনেক পেছনে। ২০০৪ সালে বার্সার হয়ে লা লিগায় অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত মেসি গোল করেছেন ৩৪৬টি। বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে রোনালদো-মেসির পেছনে রয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার গোল সংখ্যা ২৬৮টি। তবে অবস্থান ১১তম স্থানে। আর/১০:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qxCcZt
May 19, 2017 at 05:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top