অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে আন্ত:জেলার ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এবং ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী এবং উপ পরিদর্শক (এসআই) সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ডাকাতদের সর্দার ওয়াহিদ আলীর বাড়ীতে এ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সর্দারসহ সবাই পালানোর চেষ্টা করলে স্থানীয় সহায়তায় ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি রামদা পায় পুলিশ।
গ্রেফতারকৃত আন্ত:জেলার ডাকাতরা হল- জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লাহ ছেলে ডাকাত সর্দার ওয়াাহিদ আলী (৫৫), তারই ভাই মতিন মিয়া (৫৭), সর্দার ওয়াহিদের ছেলে জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর পৌর শহরের ভাঁঙ্গা এলাকার মমশ্বর আলীর ছেলে তুরন মিয়া (৩০), দিরাই উপজেলার জগধল ইউনিয়নের জগধল গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩০), একই এলাকার নুরুল হকের ছেলে হুসাইন কবির (৩০)।
ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ সক্ষম হলে এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি আনন্দ মিছিল করে। স্থানীয় অনেকেই বলেছেন, ওই ডাকাতদের সহযোগীতায় জগন্নাথপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় নৌকা যোগে ডাকাতি হয়ে থাকে।
গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ চৌধুরী বলেন, আমাদের পুলিশ সুপার (এসপি) মহোদয় বরকত উল্লাহ খান’র নির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে আসছি।
অপরাধ ধমনে আমাদের এসমস্ত অভিযান অব্যাহত থাকবে এবং ওই ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rpEQ4r

May 27, 2017 at 12:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top