নিজস্ব প্রতিবেদক ::
হেফাজতের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আবদুর রব ইউসুফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উলামায়ে কেরামের কাছে করা ওয়াদা পূরণ করেছেন এ জন্য তাঁকে ধন্যবাদ। এই ‘মূর্তি’ এখান থেকে সরানো কঠিন কাজ ছিল, কঠিন কাজটি করতে পারার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এ ছাড়া এই ‘মূর্তি’ আশপাশে অন্য কোথাও না বসানোর আহ্বান জানান তিনি।
সমাবেশে হেফাজতের নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, এ দেশের বেশির ভাগ মানুষের অনুভূতির প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী ‘মূর্তি’ অপসারণ করায় তাঁকে ধন্যবাদ। এ ছাড়া আর কোনো ‘মূর্তি’ দেশের কোথাও স্থাপন করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
খেলাফত আন্দোলনের মিছিল: সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তিন নম্বর ফটক থেকে একটি মিছিল বের করে। পরে মিছিলটি পল্টন মোড় হয়ে আবার তিন নম্বর ফটকে এসে শেষ হয়। এ সময় মুফতি রেদওয়ানুল বারি সিরাজী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সবার আবেদন ছিল যেন ঈদের আগে মূর্তিটি সরানো হয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আশ্বাস রেখেছেন। আমরা চাই, বাংলাদেশ থেকে যত মূর্তি আছে সব অপসারণ করা হোক।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rZ4Roe
May 27, 2017 at 12:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন