বাড়ছে না মেয়াদ, নতুন করে কোচের আবেদনপত্রের আহ্বান বিসিসিআই-এর

নয়াদিল্লি, ২৫ মেঃ পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আবারও নতুন কোচের খোঁজে। বিসিসিআইয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞাপনে এই পদের জন্য ৩১ মে-র মধ্যেই আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভারতের বর্তমান কোচ হওয়ার সুবাদে কুম্বলে পরবর্তী রকোচ হওয়ার জন্য সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নির্বাচন হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ নেবেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ।

বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলের এক বছরের একবছরের কনট্রাক্টের মেয়াদ শেষ হতে চলেছে ২০ জুন। ততদিনে অবশ্য ইংল্যান্ডের মাটিয়ে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে।

বোর্ড সূত্রের খবর, কয়েকদিন আগে চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের এবং তাঁর নিজের বেতন ১৫০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন কুম্বলে। এছাড়া কোচ হওয়ার সুবাদে বোর্ডের নির্বাচন কমিটিতেও থাকতে চেয়েছিলেন তিনি। এতে বেজায় চটেছেন বোর্ডকর্তারা কুম্বলের ওপর। আর তারজন্যই নাকি নতুন করে কোচের আবেদনপত্র চাওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের মাটিতে ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে কুম্বলের কোচিংয়ে ১০টিতেই জয় পেয়েছে ভারত। হার এসেছে মাত্র একটি টেস্টে। তাসত্ত্বেও নিজের দাবিদাওয়ার জন্য বোর্ডের বিরাগভাজন হন কুম্বলে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qfS7wB

May 25, 2017 at 09:26PM
25 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top