ব্রেক্সিটের পর ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছেন পূর্ব ইউরোপীয়রা

fইউরোপ ::

২০১৬ সালে ১১৭,০০০ মানুষ ব্রিটেন ছেড়ে চলে গেছেন যাদের সিংহভাগই ইউরোপীয় নাগরিক। ব্রেক্সিটের পর কাজ এবং থাকার অধিকার নিয়ে অনিশ্চয়তায় বিশেষ করে অনেক পূর্ব ইউরোপীয় চলে যাচ্ছেন এবং আসছেন কম।

২০১৬ সালে ১১৭,০০০ মানুষ ব্রিটেন ছেড়ে চলে গেছেন যাদের সিংহভাগই ইউরোপীয় নাগরিক। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৩১,০০০ বেশি।

ব্রিটেনের সরকারী পরিসংখ্যান বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।

গত বছর জুন মাসে ব্রিটেনে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ার পরপরই ইউরোপের অন্যান্য দেশ থেকে এসে বসতি গড়া নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

বৃহস্পতিবারের সরকারি এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ব্রিটেনে তাদের ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় নাগরিকরা ভরসা হারাচ্ছেন।

অভিবাসনের কারণে সাম্প্রতিক সময়ে প্রতিবছর গড়ে যত মানুষ ব্রিটেনে আসে সে সংখ্যাও আগের বছর অর্থাৎ ২০১৫ সালের তুলনায় ৮৪,০০০ কম।

২০০৫ সালে পূর্ব ইউরোপ ইইউতে ঢোকার পর যে দেশ থেকে ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ কাজ করতে এবং থাকছে আসে, সেই পোল্যান্ড থেকে গত বছর ২৫,০০০ কম মানুষ এসেছে। অনিশ্চয়তার কারণে অনেকে দেশে ফিরছে অথবা ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে।

তবে ইউরোপ থেকে অভিবাসনের মাত্রা কমলেও ২০১৬ সালে ব্রিটেনে নতুন করে ২৪৮০০০ হাজার মানুষ যোগ হয়েছে। তবে এই সংখ্যা আগের বছরের তুলনায় ৮৪,০০০ কম।

অভিবাসন ব্রিটেনে অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু। পর্যবেক্ষকরা বলছেন, ৮ই জুনের নির্বাচনের আগে অভিবাসীর সংখ্যা কমার এই পরিসংখ্যান টেরেজা মে’র সরকারের জন্য স্বস্তি আনবে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r0m1lm

May 25, 2017 at 10:06PM
25 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top