কুমিল্লার দুই উপজেলার তিনটি ইউনিয়ন নির্বাচনের ফলাফল

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার দুই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ইউনিয়নগুলো হলো বরুড়া উপজেলার ভাউকসার ও শাকপুর ইউনিয়ন এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন। ভাউকসার ইউনিয়নে বিএনপির প্রার্থী মাসরুল হক ৩ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের জামাল মাসুদ পেয়েছেন ২ হাজার ৪শ’ ৩৬ ভোট।

বরুড়ার শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ৪ হাজার ৫শ’ ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোঃ আবদুল খালেক মুন্সী পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৩৭ ভোট।

এছাড়া দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ প্রার্থী আবুল বাসার ৮ হাজার ২শ’ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আমান উল্লাহ্ আমান পেয়েছেন ১ হাজার ১শ’ ৪৩ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট চলাকালে তিন ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন থেকে প্রাপ্ত তথ্য মতে, বরুড়া ভাউকসার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১১ জন। এ ইউনিয়নে আওয়ামীলীগ বিএনপির প্রার্থীসহ মোট ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নেন। ভোট কেন্দ্র ৯টি ও মোট ভোট কক্ষের সংখ্যা ৪১টি।

শাকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮শ’ ৯৪ জন। এ ইউনিয়নে আওয়ামীলীগ বিএনপির প্রার্থীসহ মোট ৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নেন। ভোট কেন্দ্র ৯টি ও মোট ভোট কক্ষের সংখ্যা ৫১টি।

এছাড়া হাইকোর্টের আদেশে স্থগিত থাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হলো। এ ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪২ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ২শ’ ২০ জন। ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৪টি।

The post কুমিল্লার দুই উপজেলার তিনটি ইউনিয়ন নির্বাচনের ফলাফল appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2q7tnqc

May 23, 2017 at 08:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top