নয়াদিল্লি, ২৩ মেঃ নিয়মমাফিক উড়ানে গিয়ে হঠাত্ই নিখোঁজ হয়ে গেল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান।
বায়ুসেনা সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ সুখোই-৩০ বিমানটি নিয়ে দুই পাইলট নিয়মমাফিক উড়ানে যায়। কিন্তু হঠাত্ই সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় বিমানটি তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অরুণাচল প্রদেশের দৌলাসাঙ এলাকায় ছিল। প্রসঙ্গত, তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে মাত্র ১৭২ কিলোমিটার দূরে অবস্থিত চিন সীমান্ত।
তবে বিমানটির বিষয়ে কিছুই বিস্তারিত জানা যায়নি। ওই বিমানটির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qRooZG
May 23, 2017 at 08:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন