ঢাকা, ২৭ মে- মাহিয়া মাহির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড। গত ২৫ মে কে বা কারা তাঁর আইডি হ্যাক করে সব ডকুমেন্ট ও ছবি মুছে ফেলেছে। মেইল আইডিও পরিবর্তন করে রেখেছে হ্যাকাররা। এর পর থেকে নিজের অ্যাকাউন্টে আর ঢুকতে পারছেন না মাহি। উপায় না পেয়ে আইটি স্পেশালিস্টদের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী। গতকাল দুপুর পর্যন্ত আইডি উদ্ধার করা সম্ভব হয়নি। মাহি বলেন, আমি বুঝি না, কারো আইডি হ্যাক করে কী লাভ। কে এই শত্রু তাও অনুমান করতে পারছি না। ফেসবুকে আমি নিয়মিত; ব্যক্তিগত ও পেশাগত অনেক খবরই ফেসবুকে শেয়ার করি। পরিচালক-প্রযোজকদের সঙ্গে শিডিউল নিয়েও কথা হয় ফেসবুকের মাধ্যমে। জানি না, শেষ পর্যন্ত আইডিটা ফেরত পাব কি না! আর/১৭:১৪/২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qmchEZ
May 27, 2017 at 11:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top