সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা, হাই অ্যালার্ট মুম্বই-দিল্লিতে

নয়াদিল্লি, ২৭ মেঃ দিল্লি এবং মুম্বইতে হতে পারে লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী হামলা। এমনই হাই অ্যালার্ট জারি করল ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা। দিল্লি পুলিশ জানিয়েছে, ২০-২১ জন লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর একটি দল ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এবং করতে পারে যেকোনো মূহূর্তে আক্রমণ।

নিশানায় রয়েছে দিল্লি, মুম্বই, রাজস্থান অথবা পাঞ্জাব। এসব জায়গায় গোপন ডেরা তৈরি করেছে জঙ্গিগোষ্ঠি।

দিল্লি পুলিশের বিশেষ শাখা মেট্রো পুলিশ, রেল পুলিশকে দিল্লির বিভিন্ন জায়গা যেমন, বিভিন্ন ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, শপিং মল, মেট্রো এবং রেল স্টেশনে কড়া নিরাপত্তা রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশেক এক উপদেষ্টা জানিয়েছেন, সন্দেহভাজন যেকোনো জিনিস, মানুষ অথবা যানবাহনের ওপর কড়া নজর রাখতে হবে।

এক ইন্টারভিউতে দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়ক জানান, নজরদারি বাড়াতে অতিরিক্ত আরো ব্যবস্থা প্রয়োজন। কারণ কোনো দেশের রাজধানী শহর জঙ্গিদের পছন্দের হামলাস্থল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r6J4eg

May 27, 2017 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top