বাসররাতে নিখোঁজ বর ৬ দিন পর উদ্ধার

সিলেটের গোয়ানইঘাটে বাসররাতে নিখোঁজ হওয়া বর অবশেষে উদ্ধার হয়েছেন। নিখোঁজের ৬ দিন পর আজ শনিবার (২৭ মে) সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে গোয়ানইনঘাট থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর নিখোঁজের আসল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া আসাব উদ্দিন (৩২) উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল লক্ষ্মীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ২১ মে ওমান ফেরত আসাব উদ্দিন বিয়ে করেন একই গ্রামের এক তরুণীকে। বিয়ের রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশের একটি দোকানে যান এবং সেখান থেকে নিখোঁজ হন।
এ ঘটনায় পরদিন (২২ মে) আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, আজ শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাব উদ্দিনকে উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানায় রাখা হয়েছে।
আসাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজ রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rJ56qq

May 27, 2017 at 05:33PM
27 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top